শুক্রবার (১৭ মে) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট রেলপথের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের মির্জাটুলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার আব্দুল হান্নানের ছেলে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম খান বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনোও সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তিনি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, রফিকুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বিভিন্ন বাজার ও রাস্তায় ঘুরে বেড়াতেন।
বাংলাদেশ সময : ১৪২৫ ঘণ্টা, মে ১৭, ২০১৯
আরএ