শুক্রবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সকালে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদুয়া টাঙ্গারা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন।
ড. মোমেন বলেন, গাম্বিয়া রোহিঙ্গা সংকট নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে কাজ করছে। আসন্ন ওআইসি বৈঠকেও তারা বিষয়টি তুলে ধরবে। এ ইস্যুতে তারা খুব আন্তরিক।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দু’দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গাম্বিয়ার সঙ্গে ফরেন অফিস কনসালটেশন চুক্তি সই হয়েছে।
গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মামাদুয়া টাঙ্গারা বৃহস্পতিবার (১৬ মে) ঢাকায় এসেছেন। দু’দিনের সফর শেষে শুক্রবার তিনি ঢাকা ত্যাগ করবেন।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মে ১৭, ২০১৯
টিআর/আরবি/