বছরজুড়ে এখানে কম বেশি ফল পাওয়া গেলেও সবচেয়ে বেশি পাওয়া যায় এ জ্যৈষ্ঠ মাসে। রোদে তেতে ওঠা জ্যৈষ্ঠে রোজাদাররা ইফতারিতে পিপাসা মেটাতে বিভিন্ন প্রজাতির রসালো দেশি ফল এখান থেকে কিনে নিয়ে যান।
শুক্রবার (১৭ মে) দুপুরে হেলাতলার মোড়ে গিয়ে দেখা গেছে, গ্রীষ্মের আম, লিচু, কাঁঠাল, আনারস, করমচা, জামরুল, বেল, পাকা কলা, বাঙ্গি, খিরা, তরমুজ, কাঁচা তালের শাঁস, পেঁপে, লেবু, ডাবে বাজার এখন সরগরম। এসব ফলের মধ্যে কিছু পাকা, আধাপাকা ও কাঁচা ফল রয়েছে। খুলনার আশপাশের জেলা ও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে চাষি ও ব্যবসায়ীরা আম, কাঁঠাল, লিচু ও আনারসসহ মৌসুমী এসব ফল বাজারে নিয়ে আসেন। অন্যান্য বছরের তুলনায় এ বছর লিচু ও জামরুলের ফলন ভালো হওয়ায় টসটসে রসালো ফল দু’টি এখন বাজারে বেশি দেখা যাচ্ছে। গ্রাম থেকে সরাসরি আসা তাজা এসব ফলের স্বাদ ও গন্ধ আলাদা হওয়ায় দামও একটু বেশি।
ফল কিনতে আসা টুটপাড়া এলাকার আলমগীর হোসেন বলেন, জ্যৈষ্ঠের এ মৌসুমে চলছে রমজান। ইফতারিতে তাই দেশি রসালো ফলের চাহিদা বেশি। আর এসব দেশি তাজা রসালো ফল কিনতে হেলাতলার এ বাজারে আসা। তবে ফলের দাম বেশি।
জিয়াউল হক মিলন নামে এক ক্রেতা বলেন, খুলনার আশপাশের বিভিন্ন গ্রাম থেকে সদ্য গাছ থেকে নামানো ফল আনা হয় এ বাজারে। যার ঘ্রাণও বিশেষ আকর্ষণীয়। এ কারণে এ বাজারের ফলের দাম একটু বেশি। আব্দুল্লাহ নামে এক প্রবীণ মাঝারি আকারের একটি কাঁঠাল ২২০ টাকায় কিনে তৃপ্তি প্রকাশ করে বলেন, দাম যাই হোক না কেন, কাঁঠালের ঘ্রাণে মন ভরে গেছে।
হেলাতলার মোড়ে রূপসার নন্দনপুর থেকে জামরুল নিয়ে এসেছেন কামরুল। তিনি বলেন, তিন ধরনের সদ্য গাছ থেকে পারা তাজা জামরুল নিয়ে এসেছি। চায়না জামরুল প্রতিকেজি ৮০ টাকা, থাই জামরুল ৬০ টাকা, দেশি ৫০ টাকা করে বিক্রি করছি।
বাচ্চু হাওলাদার নামে এক ফল বিক্রেতা জানান, এখানে যা পাওয়া যায় সব ভেজালমুক্ত। সাতক্ষীরার হিম সাগর ১০০ টাকা। মধুর মতো মিষ্টি হবে এ আম। আর যশোর ও ঈশ্বরদীর লিচুর শ’ বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকায়। এছাড়া তরমুজ প্রতিকেজি ৫০ টাকা ও বাঙ্গি ৭০ টাকা করে বিক্রি হচ্ছে। ঝর্ণা নামে এক ফল বিক্রেতা বলেন, বাগেরহাটের লকপুর থেকে কাঁঠাল আর বেল এনেছি। কাঁঠাল বিক্রি হয়ে গেছে। আর গাছ পাকা বেলও বিক্রি হচ্ছে। ৮০ টাকা করে প্রতিপিস বেল বিক্রি করছি।
হেলাতলা ছাড়াও নগরের কদমতলা, ময়লা পোতার মোড়, শান্তিধামের মোড়, রূপসা ঘাট, গল্লাগারী বাজারে জ্যৈষ্ঠ তার চিরায়ত ডালা সাজিয়ে দিয়েছে অতুলনীয় সব ফলের সম্ভারে। শহরের আনাচে-কানাচে, পাড়ার মোড়ে, ফলের দোকানে শোভা পাচ্ছে টুকটুকে লিচু, জামরুল, আম, পেঁপে। বিক্রিও হচ্ছে ভালো।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এমআরএম/আরবি/