ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফার্চামো পর্বত অভিযানে যাচ্ছেন ৪ পর্বতারোহী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, মে ১৭, ২০১৯
ফার্চামো পর্বত অভিযানে যাচ্ছেন ৪ পর্বতারোহী পর্বতারোহীদের হাতে জাতীয় পতাকা তুলে দিচ্ছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: এবার হিমালয়ের ২০ হাজার ৩০০ ফুট পর্বত ফার্চামো অভিযানে যাচ্ছেন বাংলাদেশের চার সদস্যের পর্বতারোহী দল। 

সোমবার (১৯ মে) নেপালের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করবেন।

শুক্রবার (১৭ মে) সকাল সোয়া ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে পতাকা প্রদান ও সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, লেখক সেলিনা হোসেন ও ঢাকাস্থ নেপাল দূতাবাসের চার্জ দ্য অ্যাফায়ার্স ধন বহাদুর ওলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন অভিযানের স্পন্সর ইস্পাহানি টি লিমিটেডের মহা ব্যবস্থাপক (জিএম) ওমর হান্নান, আজিম গ্রুপের এজিএম মো. আবু সাঈদ।  

অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হকের পরিচালনায় বাংলাদেশের পতাকা গ্রহণ করেন অভিযানের দলনেতা এম এ মুহিত, অভিযাত্রী বাহলুল মজনু, শায়লা পারভীন ও রিয়াসাদ সানভী।

অভিযানের দলনেতা মুহিত বলেন, আমরা ২১ দিনের পর্বত অভিযানে যাচ্ছি, সবাই দোয়া করবেন, যাতে পর্বতে বাংলাদেশের পতাকা উড়িয়ে সুস্থভাবে ফিরে আসতে পারি।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৯
টিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।