ঢাকা: রাজধানীতে মিনি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিহাব নামে পাঁচ মাসের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ চারজন।
শুক্রবার (১৭ মে) ভোরে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সাত রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হান্নান মিয়া বাংলানিউজকে জানান, ভোরে শিশু শিহাবকে নিয়ে তার তার মা শারমিন ও নানি মলি বেগম এবং মামা আলামিন অটোরিকশায় করে মহাখালী কলেরা হাসপাতাল যাচ্ছিলেন।
অটোরিকশাটি সাতরাস্তার মগবাজার-মৌচাক ফ্লাইওভার থেকে নামার সময় মিনি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক শাহাদাতসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু শিহাবকে মৃত ঘোষণা করেন। আহত চার জন হাসপাতলে চিকিৎসাধীন।
আহতদের সবার বাড়ি কেরানীগঞ্জের ধলেশ্বর এলাকায়। শিশু শিহাবের বাবার নাম রাসেল মিয়া। পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এএসআই হান্নান।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এজেডএস/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।