বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে বাংলানিউজকে স্বপ্ন পূরণের গল্প শোনান শাহিদা বেগম।
তিনি বলেন, প্রত্যেক নারীর মতো আমারও ঘর-সংসারের স্বপ্ন ছিল।
বাংলানিউজকে শাহিদা বেগম জানান, তোফা-তহুরার জন্য স্থানীয় পল্লী বিদ্যুৎ বিভাগ থেকে ৫০ হাজার টাকা অনুদান পেয়েছিলেন। মেয়েদের চিকিৎসায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে। বাকি টাকা দিয়ে বাবার বাড়ি উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামে দশ শতক জমি বন্ধক নিয়েছেন। সেই জমির ধান কাটা-মাড়াই করার জন্য বুধবার (১৫ মে) তিনি সেখানে গিয়েছেন। ওই জমি থেকে চার মণ ধান পাবেন বলে আশা করছেন তিনি।
এর আগে, মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার দহবন্দ ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামে ‘সুখের নীড়’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) আব্দুল মতিন।
প্রধানমন্ত্রীর নির্দেশে তোফা-তহুরার বাবা হতদরিদ্র রাজু মিয়াকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আসছে ঈদের ছুটিতে তার বাড়ি আসার কথা রয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী বাংলানিউজকে জানান, জন্মের পর থেকে তোফা-তহুরা তার নানাবাড়ি রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামে বসবাস করছিল। তোফা-তহুরার বাবার বাড়িতে কোনো ঘর ছিল না। চিকিৎসক পরামর্শ দিয়েছেন, তোফা-তহুরাকে আলো-বাতাস থাকে এমন ঘরে রাখতে হবে। কিন্তু তাদের বাবার সাধ্য ছিল না এমন একটি ঘর নির্মাণ করার। তাই শিশু দু’টির মা-বাবা গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে ঘর নির্মাণ করে দেওয়ার আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে তোফা-তহুরার জন্য ‘সুখের নীড়’ নির্মাণ করা হয়। ঘরের পাশাপাশি একটি নলকুপ ও একটি বাথরুম তৈরি করে দেওয়াও হয়েছে।
২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর কোমরে জোড়া লাগানো অবস্থায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাশদহ গ্রামে নানাবাড়িতে তোফা ও তহুরার জন্ম হয়। মিডিয়ায় বিষয়টি আলোচিত হলে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাদের ওই বছরের ৭ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। এরপর ১৬ অক্টোবর তোফা-তহুরার প্রথম অস্ত্রোপচার করা হয়।
২০১৭ সালের ১ আগস্ট তাদের আলাদা করার জন্য দ্বিতীয় অস্ত্রোপচার করা হয়। পরে সুস্থ হয়ে সে বছরের ১০ সেপ্টেম্বর ঢাকা থেকে গাইবান্ধায় ফেরে জমজ দু’বোন। পরে তহুরা আবারও অসুস্থ হলে ২০১৭ সালের ৮ অক্টোবর তাদের ঢাকায় নেওয়া হয়। সেখানে সাড়ে চার মাস চিকিৎসা শেষে ২৪ ফেব্রুয়ারি বাড়িতে ফেরে যমজ দু’বোন তোফা-তহুরা। সবশেষ চিকিৎসা শেষে ২০১৮ সালের ৫ ডিসেম্বর বাড়িতে ফিরে আসে তোফা-তহুরা।
** সেই তোফা-তহুরার ‘সুখের নীড়’ উদ্বোধন
বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এসআরএস