অগ্নিকাণ্ডে উলিপুরের সাতটি দোকান পুড়ে ছাই। ছবি: বাংলানিউজ
কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে আগুন লেগে সাতটি দোকান পুড়ে গেছে। এতে দোকানের মালামাল পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
বৃহস্পতিবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দুর্গাপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাংলানিউজকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাতে তারাবির নামাজের পরপরই বাজারের মেসার্স ফামিম সৌরভী নামে একটি ক্রোকারিজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে মুহূর্তের মধ্যে আগুন তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়। ততক্ষণে বাজারের সাতটি দোকানের সব মালামাল পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মঞ্জিল হক বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে।
বাংলাদেশ সময়: ০৪৩৮ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এফইএস/এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।