ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৮, মে ১৭, ২০১৯
দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

নেত্রকোণা: নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে নিখোঁজ রাকিব (৫) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার মুজিবনগর গ্রাম এলাকার ওই নদী থেকে মরদেহটি উদ্ধার করে ময়মনসিংহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলের সদস্যরা।

এর আগে সকালে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে পড়ে নিখোঁজ হয় রাকিব।

রাকিব একই গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সুজন মিয়ার ছেলে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, মে ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।