ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জামিনে কারামুক্ত কবি হেনরী স্বপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৪, মে ১৬, ২০১৯
জামিনে কারামুক্ত কবি হেনরী স্বপন কারাগারের গেটে কবি হেনরী স্বপনকে স্বাগত জানান সংস্কৃতিকর্মীরা

বরিশাল: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন কবি হেনরী স্বপন।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন।

এ সময় কারাগারের গেটে তার জন্য অপেক্ষায় ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, লেখক আনিসুর রহমান স্বপন, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন খন্দকার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, বরিশাল কবিতা পরিষদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসানসহ সাংস্কৃতিক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা।

জেলগেট থেকে নেতারা হেনরী স্বপনকে সঙ্গে নিয়ে নগরের সদররোডস্থ বরিশাল সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আসেন।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামীম আহম্মেদ কবি হেনরী স্বপনের জামিন আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট সুভাশীষ ঘোষ বাপ্পি ও অ্যাডভোকেট সুভাস চন্দ্র দাস জানান, বাদী পক্ষের উপস্থিতিতে এ জামিন মঞ্জুর করা হয়েছে। আগামী ধার্য্য তারিখ পর্যন্ত তাকে জামিন দিয়েছেন আদালত।

গত মঙ্গলবার (১৪ মে) হেনরী স্বপনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বরিশাল কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হলে দেশব্যাপী নিন্দার ঝড় বয়ে যায়।

কবি হেনরী স্বপনের পক্ষে আইনজীবী হিসেবে জেলা বারের সভাপতি সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, রফিকুল ইসলাম ঝন্টুসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।