বৃহস্পতিবার (১৬ মে) উপজেলার দক্ষিণ রাজাপুরে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তাসমিয়া উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মো. সুলতান তালুকদারের মেয়ে ও রাজাপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
তাসমিয়ার মা মোসা. লাভলি বেগম বাংলানিউজকে জানান, বাড়িতে তাসমিয়া তার বাবা-মায়ের সঙ্গেই থাকতেন। বুধবার (১৫ মে) রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। ভোররাতে সেহরি খেতে উঠে তাসমিয়াকে তার বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে, ঘরের দোতলায় আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাসমিয়াকে ঝুলতে দেখেন তারা।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বাংলানিউজকে বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এমএস/একে