ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৮, মে ১৬, ২০১৯
সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

সিলেট: সিলেটের জৈন্তাপুরে গাছের ডাল থেকে সেলিম আহমদ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে বাড়ির পাশের একটি গাছের ডালে দঁড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  

সেলিম উপজেলার চারিকাটা ইউনিয়নের দক্ষিণ নয়াখেল গ্রামের মো. ইলিয়াছ মিয়ার ছেলে।

পরিবারের দাবি, পূর্ববিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে প্রতিপক্ষের লোকজন।

পুলিশ জানায়, মাস ছয়েক আগে বিয়ে করেছেন সেলিম। গত বুধবার (১৫ মে) ইফতার করে বেরিয়ে আর বাড়িতে ফেরেননি তিনি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা।

সেলিমের চাচা মো. রইছ আলী অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে তার ভাতিজাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তারা এ ঘটনায় মামলা করবেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মইনুল জাকির বাংলানিউজকে বলেন, সেলিমের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এনইউ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।