ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আগারগাঁওয়ে টিভি বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৬, মে ১৬, ২০১৯
আগারগাঁওয়ে টিভি বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ দগ্ধ সালমা ও মুক্তার হোসেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজার এলাকায় টেলিভিশন বিস্ফোরণের আগুনে দম্পতি দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন মুক্তার হোসেন (৩৮) ও সালমা (২৮)।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

দগ্ধ মুক্তার হোসেন বাংলানিউজকে জানান, পশ্চিম আগারগাঁও বিএনপি বাজার এলাকার ২ নম্বর রোডের একটি বাসার নিচতলায় ভাড়া থাকেন তারা। এলাকায় তার ফার্মেসির দোকান আছে। বিকেলে তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন ও স্ত্রী সালমা রান্নাঘরে ছিলেন। হঠাৎ ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তারা দু’জনেই দগ্ধ হন। তাদের একমাত্র ছেলে শাফিন (৬) এসময় বাসার বাইরে ছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, দগ্ধ স্বামী-স্ত্রী সিরাজগঞ্জ বেলকুচি এলাকার বাসিন্দা। তাদের দু’জনের অবস্থাই আশঙ্কাজনক।  

ঢামেক বার্ন ইউনিটের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, মুক্তারের শরীরের ৯৭ শতাংশ ও তার স্ত্রী সালমার ৯৫ শতাংশ পুড়ে গেছে।

মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর ফায়ারম্যান আফজাল হোসেন বাংলানিউজকে বলেন, ঘটনার পরপরই আমরা পশ্চিম আগারগাঁও ছুটে যাই। তবে সেখানে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
টিভি বিস্ফোরণ থেকে ওই বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মে ১৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।