বৃহস্পতিবার (১৬ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে তাকে নতুন এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
একই প্রজ্ঞাপনে নৌ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মারুফ হাসানকে পদায়ন করে (অতিরিক্ত মহাপরিদর্শক- চলতি দায়িত্বে) পুলিশ স্টাফ কলেজে, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পদায়ন করে পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) ও পুলিশ সদর দফতরের ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমানকে পদায়ন করে হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হয়েছে।
অপর এক প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. তওফিক মাহবুব চৌধুরীকে পুলিশ সদর দফতরের ডিআইজি ও পুলিশ সদর দফতরের ডিআইজি হাবিবুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ১৬, ২০১৯
পিএম/ওএইচ/