ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রামুতে ১১ হাজার ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, মে ৫, ২০১৯
রামুতে ১১ হাজার ইয়াবাসহ আটক ৩ র‌্যাবের হাতে আটক জালাল আহম্মদ ও তার ছেলে নোমান, ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ১১ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (৫ মে) সকালে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ মে) রাতে উপজেলার রাজারকুল এলাকার মো. জালাল আহম্মদের (৫০) বসতবাড়ি অভিযান চালায় র‌্যাবের একটি টিম।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় মো. জালাল আহম্মদ ও তার ছেলে মো. নোমানকে (২৪) আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে বাথরুমের ভেতরে বিশেষ কায়দায় মাটির নিচে লুকানো ৯ হাজার ৮৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

অন্যদিকে, উপজেলার ৯নম্বর ওয়ার্ডের কাইম্যারঘোনা এলাকার কক্সবাজার-টেকনাফ রোডের হাজি স্টোরের সামনে অভিযান চালিয়ে ১ হাজার ২০ পিস ইয়াবাসহ মো. ছব্বির আহম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েয়ে।  ছব্বির টেকনাফের মুচনি ১ নম্বর ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।

আটকদের বিরুদ্ধে থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মে ৫, ২০১৯,
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।