রোববার (৫ মে) সকালে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ মে) রাতে উপজেলার রাজারকুল এলাকার মো. জালাল আহম্মদের (৫০) বসতবাড়ি অভিযান চালায় র্যাবের একটি টিম।
অন্যদিকে, উপজেলার ৯নম্বর ওয়ার্ডের কাইম্যারঘোনা এলাকার কক্সবাজার-টেকনাফ রোডের হাজি স্টোরের সামনে অভিযান চালিয়ে ১ হাজার ২০ পিস ইয়াবাসহ মো. ছব্বির আহম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েয়ে। ছব্বির টেকনাফের মুচনি ১ নম্বর ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।
আটকদের বিরুদ্ধে থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মে ৫, ২০১৯,
এসবি/ওএইচ/