রোববার (৫ মে) সকাল ৭টার দিকে উপজেলার ভাড়াশিমলা-সুলতানপুরের মধ্যবর্তী শেখ আব্দুস সাত্তারের দোকান সংলগ্ন ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, একটি রাম দা ও একটি শাবল জব্দ করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক সুধাংশু শেখর হালদার বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মালামাল ভাগাভাগি নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে গুলি করে তাকে মারা হয়েছে। নিহতের বুকের ডান পাশে দু’টি গুলির চিহ্ন রয়েছে। ময়না-তদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
>> কালীগঞ্জে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, মে ০৫, ২০১৯
জিপি