শনিবার (০৪ মে) সন্ধ্যায় উপজেলার ইসলামপুর বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত আবু সালেক উপজেলার রাজনপুরে থাকতেন।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। তাই পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে।
ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা বাংলানিউজকে বলেন, পেশায় ঠেলাগাড়িচালক আবু সালেক শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত শুক্রবার (০৩ মে) থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। শনিবার (০৪ মে) বিকেলে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে সন্ধ্যায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এনইউ/একে