রোববার (৫ মে) সকাল ৬ টা থেকে জেলার ২৫ টি নৌপথ থেকে নৌযান চলাচল শুরু হয়।
ভোলা নদী বন্দরের বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, সব সতর্কতা সংকেত উঠিয়ে নেয়া হয়েছে।
এদিকে সকাল থেকে ভোলা-বরিশাল, ভোলা-লক্ষীপুর লঞ্চ ও ফেনী রুট ছাড়াও লালমোহন-পটুয়াখালী, হাকিমুদ্দ আলেকজেন্ডার, চরফ্যাশন-মনপুরা, ভোলা-মনপুরাসহ ২৫ রুটে নৌযান চলাচল শুরু করেছে। সকল নৌযানগুলো যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
দীর্ঘ ৬৪ ঘণ্টা ভোগান্তির পর যাত্রীরা নৌপথ দিয়ে আসা যাওয়া শুরু করায় ঘাটগুলোতে শ্রমিকদের হাকডাকে কর্মচঞ্চল হয়ে উঠেছে।
বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এসআইএস