ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভোলায় ৩ দিন বন্ধ থাকার পর নৌযান চলাচল শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৪, মে ৫, ২০১৯
ভোলায় ৩ দিন বন্ধ থাকার পর নৌযান চলাচল শুরু  নৌযান চলাচল শুরু

ভোলা: ঘূর্ণিঝড় ফণী’র কারণে বন্ধ থাকার তিন দিন পর ভোলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটের সকল লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়েছে। 

রোববার (৫ মে) সকাল ৬ টা থেকে জেলার ২৫ টি নৌপথ থেকে নৌযান চলাচল শুরু হয়।  

ভোলা নদী বন্দরের বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, সব সতর্কতা সংকেত উঠিয়ে নেয়া হয়েছে।

এখন নৌপথে ঝুঁকি নেই, তাই নৌযান চলাচলের নির্দেশ দেয়া হয়। তবে নদী কিছুটা উত্তাল থাকায় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে সকাল থেকে ভোলা-বরিশাল, ভোলা-লক্ষীপুর লঞ্চ ও ফেনী রুট ছাড়াও লালমোহন-পটুয়াখালী, হাকিমুদ্দ আলেকজেন্ডার, চরফ্যাশন-মনপুরা, ভোলা-মনপুরাসহ ২৫ রুটে নৌযান চলাচল শুরু করেছে। সকল নৌযানগুলো  যাত্রী নিয়ে  গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।  

দীর্ঘ ৬৪ ঘণ্টা ভোগান্তির পর যাত্রীরা নৌপথ দিয়ে আসা যাওয়া শুরু করায় ঘাটগুলোতে শ্রমিকদের হাকডাকে কর্মচঞ্চল হয়ে উঠেছে।  


বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।