শনিবার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে জামালপুর-শেরপুর সড়কের ডাকপাড়া এলাকা থেকে রমজানের মৃতদেহ উদ্ধার করে। রজমান আলী, জামালপুর সদরের বেলটিয়া পুলিশ লাইন সংলগ্ন আকবর আলীর ছেলে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান বাংলানিউজকে বলেন, বুধবার (১ মে) থেকে তিনি নিখোঁজ ছিলেন।
শনিবার রাতে এলাকায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহ থানায় নিয়ে আসার পর রমজানকে তার পরিবারের সদস্যরাসনাক্ত করেন।
ময়না তদন্তের জন্য ডেডবডি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান সালেমুজ্জামান।
বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এমএমআই/এসআইএস