শনিবার (০৪ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
কুষ্টিয়ার মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল হালিম জানান, মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের আমবাড়ীয়া এলাকায় এক গৃহবধুর মাথায় পিস্তল ঠেকিয়ে ধর্ষণের চেষ্টা করে তিন যুবক।
এ ঘটনায় শনিবার (০৪ মে) সকালে একই গ্রামের মুফার ছেলে মিলন (২৫), বিল্লাল হোসেনের ছেলে হেলাল (২৬) ও মুন্নাফ (২৭), পিতা-অজ্ঞাত নামের তিন আসামীকেই গ্রেফতার করে পুলিশ।
অপরদিকে উপজেলার ধুবইল ইউনিয়নের কাজীপুর গ্রামে আপন চাচাতো বোন (১০ শ্রেণির ছাত্রী) গোসল করার দৃশ্য গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অপরাধে আনেজ আলী মালিথার ছেলে আবু জাহিদ ওরফে কালু (১৯) কে গ্রেফতার করা হয়েছে। তার নামে মিরপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। কালুকে জেল হাজতে পাঠানো হয়েছে। মামলা নং-৪।
বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এসআইএস