শনিবার (৪ মে) রাত ৯টার দিকে ছিনতাই-এর ঘটনাটি ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে ইমনের ভগ্নিপতি নজরুল ইসলাম তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।
নজরুল ইসলাম জানান, ইমন শনিআখড়া কদমতলী এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করে। ওই ফার্নিচারের দোকানের পেছনে থাকে। রাতে সে দোকান থেকে যাত্রাবাড়ী দক্ষিণ কুতুবখালী বোনের বাসায় যাওয়ার পথে, বাসার সামনে তিন-চারজন অল্পবয়সী ছিনতাইকারী তার পেটে ছুরিকাঘাত করে, পরে তার অ্যান্ড্রয়েড ফোনটি নিয়ে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, ইমনের পেটে ছোট বড় মোট পাঁচটি ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা ইমনকে অস্ত্রোপচার কক্ষে নিয়েছেন। সে এখনো শঙ্কামুক্ত নয়।
যাত্রাবাড়ী থানার (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, ঘটনাস্থলে ও হাসপাতালের পুলিশ পাঠানো হয়েছে বিস্তারিত পরে জানা যাবে।
বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এজেডএস/এমএমআই/এসআইএস