ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে প্রতিবন্ধী ছাত্রকে বলাৎকারের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৯, মে ৫, ২০১৯
বরিশালে প্রতিবন্ধী ছাত্রকে বলাৎকারের অভিযোগ

বরিশাল: বরিশাল নগরেরর কাউনিয়া এলাকায় মাদ্রাসার এক প্রতিবন্ধী ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে সাবেক এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। শুক্রবার (০৪ মে) রাতে কাউনিয়ার আমিন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

বলাৎকারের শিকার ৮ বছরের ছাত্র স্থানীয় আমিন বাড়ি মাদ্রাসায় পড়াশোনা করে।  

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২নং ওয়ার্ডের কাউন্সিলর এ কে এম মুরতজা আবেদীন বলেন, শুক্রবার রাতে ওই মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে সাবেক পুলিশ সদস্য আলমের বিরুদ্ধে।

শিশুটির বাবা বছরখানেক আগে মারা গেছেন। পরে ঘটনাটি ভিকটিমের মা আমাকে জানান। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।  

এদিকে খবর পেয়ে শনিবার (০৪ মে) বিকেল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছে পুলিশ।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।