শনিবার (০৪ মে) হুমকির পরিপ্রেক্ষিতে সুলতানা কামাল নিজে ধানমন্ডি থানায় উপস্থিত হয়ে জিডির আবেদন করেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলানিউজকে বলেন, কে বা কারা সুলতানা কামালকে হত্যার হুমকি দিয়ে একটা ওয়েবসাইটে প্রকাশ করে।
তিনি আরও বলেন, জিডি আমলে নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধানমন্ডি থানা পুলিশের টহল টিমকে তার বাসায় নজরদারির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
গত মার্চেও জঙ্গিদের টেলিগ্রামভিত্তিক চ্যানেলেও লোন উলফ নামে একটি অনলাইন ম্যাগাজিনে হত্যার জন্য টার্গেট হিসেবে সুলতানা কামালের নাম উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এজেডএস/পিএম/এসএইচ