ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুলতানা কামালকে হত্যার হুমকি, থানায় জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৮, মে ৫, ২০১৯
সুলতানা কামালকে হত্যার হুমকি, থানায় জিডি

ঢাকা: মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে।

শনিবার (০৪ মে) হুমকির পরিপ্রেক্ষিতে সুলতানা কামাল নিজে ধানমন্ডি থানায় উপস্থিত হয়ে জিডির আবেদন করেন।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলানিউজকে বলেন, কে বা কারা সুলতানা কামালকে হত্যার হুমকি দিয়ে একটা ওয়েবসাইটে প্রকাশ করে।

সুলতানা কামালের এমন আবেদনের পরিপ্রেক্ষিতে একটি জিডি লিপিবদ্ধ করা হয়েছে। (জিডি নম্বর ১০৭১)

তিনি আরও বলেন, জিডি আমলে নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধানমন্ডি থানা পুলিশের টহল টিমকে তার বাসায় নজরদারির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

গত মার্চেও জঙ্গিদের টেলিগ্রামভিত্তিক চ্যানেলেও লোন উলফ নামে একটি অনলাইন ম্যাগাজিনে হত্যার জন্য টার্গেট হিসেবে সুলতানা কামালের নাম উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এজেডএস/পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।