ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৭, মে ৪, ২০১৯
ফুলবাড়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে যুবক আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিলন মিয়া (১৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (৪ মে) সকালে তাকে আটক করা হয়। আটক মিলন ফুলবাড়ী উপজেলার কুরুষাফেরুষা গ্রামের ছাইফুল মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তের ৯৩২ নং পিলারের নিকটবর্তী স্থান দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সকাল ১১টার দিকে লালমনিরহাট বিজিবির বালারহাট ক্যাম্পের সদস্যরা মিলনকে আটক করে।  

লালমনিরহাট বিজিবি-১৫ অধীনস্থ ফুলবাড়ী উপজেলার বালারহাট ক্যাম্পের হাবিলদার সোলায়মান বাংলানিউজকে জানান, আটক যুবকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।