ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সরকারের মূল লক্ষ্য নারী-পুরুষের সমতা: চুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৭, মে ৪, ২০১৯
সরকারের মূল লক্ষ্য নারী-পুরুষের সমতা: চুমকি বক্তব্য রাখছেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। ছবি: বাংলানিউজ

ঢাকা: নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

শনিবার (৪ মে) দুপুরে ঢাকা লেডিস ক্লাবে ‘পথের সাথী’ শীর্ষক একটি সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সংবিধানে ধর্ম-বর্ণ নির্বিশেষে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছিলেন।

দুর্ভাগ্য, আমরা তাকে হারিয়েছি। বর্তমানে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অগ্রগতিতে কাজ করে চলেছেন।     

তিনি বলেন, বাংলাদেশের মেয়েরা এগিয়ে যাচ্ছে। অফিস-আদালতে পুরুষদের সঙ্গে সমানতালে কাজ করছে। নারীরা যদি লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যায়, তাহলে কেউ তাদের থামাতে পারবে না।

নারীদের বিভিন্ন হয়রানির কথা উল্লেখ করে সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, সম্মিলিতভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। একা প্রতিবাদ করলে হবে না। অন্যায়ের প্রতিবাদ করায় নুসরাতকে হত্যা করা হয়েছে। কিন্তু সবাই একসঙ্গে প্রতিবাদ করলে তাকে প্রাণ দিতে হতো না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগম, সংরক্ষিত নারী আসনের এমপি নার্গিস রহমান, ভেসপা বাংলাদেশের সিইও রানধীর সিং, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর নাজমুন নাহার হেলেন, বিশ্ব পর্যটক নাজমুন নাহার, তাঁতী লীগের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, ব্যবসায়ী আনোয়ারা বেগম।

অধ্যাপক সাহিদা নাজরিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন অভিনেত্রী জোতিকা জ্যোতি।   

‘পথের সাথী’ সেবা কার্যক্রমের মাধ্যমে জামানত ছাড়াই সহজ কিস্তিতে ভেসপা’র স্কুটি কিনতে পারবেন নারীরা।

বাংলাদেশের সময়: ১৯১০ ঘণ্টা, মে ০৪, ২০১৯
আরকেআর/একে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।