ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঝড়ে গাছের ডাল ভেঙে নানা-নাতনির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৬, মে ৪, ২০১৯
ঝড়ে গাছের ডাল ভেঙে নানা-নাতনির মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজীপুরে ঝড়ে প্রায় দু’শ বছরের পুরনো গাছের ডাল ভেঙে পড়ে নানা ও নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (৪ মে) বিকেলে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ভানুডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- ভানুডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেন (৫৫) ও তার নাতনি একই গ্রামের বকুল মিয়ার মেয়ে বিথী (৮)।

আহতদের মধ্যে বিথীর বাবা বকুল মিয়াকে মুমূর্ষু অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল ইসলাম মুকুল বাংলানিউজকে বলেন, বিকেলে ভানুডাঙ্গা বাজারে হাট চলকালে দফায় দফায় ঝড় হয়। হঠাৎ ঝড়ো বাতাসে বাজারের দু’শ বছরের পুরনো একটি বটগাছের ডাল ভেঙে পড়ে ইসমাইল হোসেনের দোকানের ওপর। এতে দোকানে থাকা ইসমাইল, তার নাতনি বিথী, জামাতা বকুল মিয়াসহ পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া জেলার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মোফচ্ছেরুল নানা ইসলাম ও তার নাতনি বিথীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে বকুল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অপর আহত জাহাঙ্গীরকে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত অপরজনের নাম-পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। পরবর্তীতে আবেদন করলে জেলা প্রশাসন থেকেও তাদের সহযোগিতা করা হবে।  

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, মে ০৪, ২০১৯/ আপডেট সময়: ১৯২০ ঘণ্টা
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।