ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফসলি জমি-বসতঘর ক্ষতিগ্রস্ত, নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৮, মে ৪, ২০১৯
ফসলি জমি-বসতঘর ক্ষতিগ্রস্ত, নৌযান চলাচলে নিষেধাজ্ঞা সভায় বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। ছবি: বাংলানিউজ

বরিশাল: আবহাওয়া পুরোপুরি ভালো না হওয়া পর্যন্ত নদীতে ছোট নৌকা চলাচল করতে দেওয়া হবে না। পাশাপাশি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্দেশ না পাওয়া পর্যন্ত অভ্যন্তরীণ রুটে ও ঢাকা-বরিশাল রুটে যাত্রীবাহী নৌযান চলাচলের অনুমতি দেওয়া হবে না।

শনিবার (৪ মে) দুপুর ১২টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

তিনি জানান, ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে বরিশালে কোনো হতাহতের খবর নেই।

তবে গতরাতে বরিশালে দমকা হাওয়াসহ বৃষ্টি হয়েছে। আর সকাল থেকে বরিশালে বাতাসের গতিবেগ কিছুটা বেড়েছে। নদীতে পানি যেমন বেড়েছে তেমনি উত্তাল রয়েছে। তাই ডিঙি নৌকাসহ এমন বাহন যেগুলোতে ঝুঁকি রয়েছে তাই নদীতে চলাচল না করাই ভালো।

সভায় বরিশালের সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক অজিয়র রহমান বলেন, গতরাতে বরিশালের ৩৩১টি আশ্রয়কেন্দ্রে ৩১ হাজার ৬২১ জন নারী ও শিশুসহ ৫০ হাজার ৫৬৫ জন মানুষ আশ্রয় নিয়েছেন। সকালে আশ্রয়কেন্দ্র ছেড়েছেন অনেক মানুষ। বর্তমানে আশ্রয়কেন্দ্রগুলোতে ১২ হাজারের মতো মানুষ রয়েছে। যাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে।  

তিনি আরও বলেন, এছাড়া খুলনা থেকে ইতোমধ্যে নৌবাহিনীর তিস্তা ও মেঘনা নামে দুটি জাহাজ ৫০০ বস্তা ত্রাণ নিয়ে বরিশালের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। তারা হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার চরাঞ্চলের মানুষের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করবে। এসব ত্রাণ দিয়ে দুই হাজার পরিবারকে সহায়তা করা সম্ভব হবে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকেও ত্রাণ সামগ্রী মজুদ রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে সেগুলোও বিতরণ করা হবে।

ঝড়ে জেলায় গবাদি পশুর ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, ৩ হাজার ৬৮০ হেক্টর বোরো ধান, ১ হাজার ৫১০ হেক্টর মুগডাল, ১ হাজার ৪৬৬ হেক্টর মরিচ, ২৫০ হেক্টর তিল, ৯৪০ হেক্টর শাক-সবজি, ১২০ হেক্টর ভুট্টা, ৫৩৫ হেক্টর পান ও ৫৫২ হেক্টর সয়াবিন ক্ষেতের ক্ষতি হয়েছে। পাশাপাশি ১ হাজার ১৫টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাতলা বাগধা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের শিবপুর পয়েন্টে ২০ মিটার ও বরিশাল নগরের ১১ নং ওয়ার্ডের অর্ন্তগত নদী ভাঙন রোধ কল্পে নির্মিত বাঁধে সামান্য ক্ষতির সৃষ্টি হলে তা তাৎক্ষণিকভাবে মেরামত করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, জেলায় ৬ হাজার ৬৫টি গাছের আংশিক ও সম্পূর্ণ ক্ষতি হয়েছে, ব্যক্তি মালিকানাধীন ২৫টি মাছের পুকুর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬৫ কিলোমিটার কাঁচা রাস্তার আংশিক ক্ষতি হয়েছে।  

যদিও এখন পর্যন্ত এসব ক্ষতির আর্থিক হিসাব নিরুপণ করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, আগাম সতর্কতার কারণে আল্লাহর রহমতে বরিশালে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে যেহেতু এখনও দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে, তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে সভায় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সরাসরি দুর্যোগের বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। আমরা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্বেচ্ছাসেবকের কাজ করছি। সবার সম্মিলিত চেষ্টায় বরিশালে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আবার এ ধরনের দুর্যোগে যে পরিমাণ ক্ষতি হওয়ার কথা তাও হয়নি।

তবে দুর্ঘটনা রোধে বিকেল সাড়ে ৩টায় নদীতে ভাটা শুরু হওয়ার সময় থেকে পরবর্তী জোয়ার আসা পর্যন্ত নদীতে খেয়া নৌকাসহ ছোট নৌযান শতভাগ বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়েছেন বরিশালের বিআইডব্লিউটিএ- এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার।  

তিনি জানান, নদীতে বর্তমানে স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ফুট পানি বেশি রয়েছে। ভাটায় নদীর পানি আরও বাড়তে পাবে তাই ঝুঁকি এড়াতে নদীতে কোনো ধরনের নৌযান না চালানোই উত্তম।

এদিকে সকাল থেকে বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, জেলা প্রশাসক অজিয়র রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘুরে ঘুরে বরিশালের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। বর্তমানে বরিশালের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং দমকা হাওয়া বইছে।  

এখন পর্যন্ত আবহাওয়া অফিস বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন  ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।