শুক্রবার (৩ মে) দিনগত রাতে ওই ইউনিয়নের গাইনবাড়ি আশ্রয়কেন্দ্রে তিনি মারা যান। আয়না মতি বিবি একই ইউনিয়নের চকবারা গ্রামের মৃত শওকত শেখের স্ত্রী।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বাংলানিউজকে বলেন, ঘূর্ণিঝড় ‘ফণী’র ছোবল থেকে রক্ষা পেতে শুক্রবার (৩ মে) ইউনিয়নের ১৭টি আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে ছয় হাজার মানুষ আশ্রয় নিয়েছিলেন। এদিন বিকেলে গাইনবাড়ি আশ্রয়কেন্দ্রে অসুস্থ অবস্থায় আশ্রয় নেন ওই বৃদ্ধা। পরে দিনগত রাত পৌনে ২টার দিকে তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এসআরএস