ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, মে ৪, ২০১৯
নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ আটক ৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ২০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। 

শনিবার (৪ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী।

আটক তিনজন হলেন- মো. আবুল কালাম (৪৫), কামরুন নাহার ওরফে পিংকি (২৮) ও রাবেয়া শুক্লা (৪৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গুদনাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আবুল কালামের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানা এলাকায়। তবে দীর্ঘদিন ধরেই সে নারায়ণগঞ্জে বসবাস করছে। মাদক ব্যবসাই তার একমাত্র পেশা। এর আগেও বহুবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল সে। তার বিরুদ্ধে সাতটি মামলার তথ্য পাওয়া গেছে।  

অন্যদিকে আটক পিংকি ও তার মা শুক্লাও একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর, মাত্র এক মাস পূর্বেই জামিনে ছাড়া পেয়েছিল পিংকি। তারা সবাই মিলেই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।  

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ৪, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।