ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চাকরির নামে অর্থ আত্মসাৎ, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, মে ৪, ২০১৯
চাকরির নামে অর্থ আত্মসাৎ, আটক ৩

ঢাকা: সশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব-১০।

আটকরা হলেন- সবুজ তালুকদার (৪৮), মিজানুর রহমান (৫০) ও সাহাবুব রহমান বাবলু (৬০)।

শুক্রবার (০৩ মে) দিনগত রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মো. আশরাফুল হক জানান, মিজানুর রহমান নামে একজনকে সশস্ত্র বাহিনীর বেসামরিক পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ২ লাখ ৯৮ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।

পরে মিজানুর রহমানসহ অন্তত আরো ১০ জন একইভাবে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। মিজানুর রহমানের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত এক মাসের প্রচেষ্টায় প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করা হয়। এ চক্রের আরেক সদস্য সিরাজ পলাতক রয়েছেন।

চক্রটি দীর্ঘদিন ধরে বেকার, চাকরিপ্রত্যাশী ছেলে-মেয়েদের অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান মেজর আশরাফুল হক।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মে ০৪, ২০১৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।