ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মানিকগঞ্জে পুলিশি অভিযানে গ্রেফতার ৩১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩২, মে ৪, ২০১৯
মানিকগঞ্জে পুলিশি অভিযানে গ্রেফতার ৩১ প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাতটি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ মে) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, শুক্রবার (৩ মে) দিনগত রাত থেকে শনিবার (৪ মে) ভোর পর্যন্ত জেলার সাতটি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে ১০ জন, জিআর পরোয়ানায় ১২ জন, সিআর পরোয়ানায় নয় জনকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩০ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন ও ৫০ গ্রাম গাঁজা।  

জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) হামিদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।