ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মনপুরা-চরফ্যাশনের দ্বীপ-চর প্লাবিত

ছোটন সাহা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, মে ৪, ২০১৯
মনপুরা-চরফ্যাশনের দ্বীপ-চর প্লাবিত

ভোলা: ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে ভোলার চরফ্যাশন ও মনপুরায় মেঘনার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দুই উপজেলার ঢালচর, চর পাতিলা, কলাতলীর চর ও চর নিজমাসহ অন্তত ১৫টি এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ৫০ হাজার মানুষ।

শনিবার (৪ মে) বেলা ১১টার দিকে স্বাভাবিকের চেয়ে তিন ফুট উচ্চতায় জোয়ার এলে এসব এলাকা প্লাবিত হয় বলে নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী কাওসার আলম বাংলানিউজকে বলেন, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সকাল থেকেই নদী-নদী উত্তাল রয়েছে।

এতে মেঘনার পানি বিপদসীমার ১০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল।

ঢালচরের বাসিন্দা রহমান বিশ্বাস বাংলানিউজকে বলেন, জোয়ারের কারণে ঢালচরের ভদ্রপাড়া, শান্তিপুর, শরীফপাড়া, দালালপুর, হাজিপুর, কেরামতগঞ্জ, শেখপাড়া ও মোহাম্মদপুর গ্রাম তিন ফুট পানির নিচে রয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে পুরো এলাকার ১৩ হাজার মানুষ।

অপরদিকে মনপুরা উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জনপদ কলাতলীর চর ও চর নিজাম তলিয়ে গেছে।  

ইউপি সদস্য আমিন বাংলানিউজকে বলেন, জোয়ারে নদীর তীরের বেশিরভাগ ঘরবাড়ি তলিয়ে গেছে। এছাড়াও ঝড়ের বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ০৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।