ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঘূর্ণিঝড় ফণী: নিহতদের পরিবারকে অর্থ সহায়তার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, মে ৪, ২০১৯
ঘূর্ণিঝড় ফণী: নিহতদের পরিবারকে অর্থ সহায়তার নির্দেশ ব‌রিশালে ঘূর্ণিঝড় ‘ফ‌ণী’র আঘাত। ছবি: বাংলানিউজ

বরিশাল: ব‌রিশাল বিভাগে ঘূর্ণিঝড় ‘ফ‌ণী’র আঘাতে তিনজন নিহত হয়েছেন। তাদের প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিক অর্থ সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৪ মে) দুপুরে ব‌রিশালের বিভাগীয় ক‌মিশনার রাম চন্দ্র দাস সাংবাদিকদের জানান, শুক্রবার (৩ মে) রাতে ঝড়ে বরগুনার পাথরঘাটা উপজেলায় গাছচাপায় দুই জন এবং ভোলা সদরে একজনসহ মোট তিনজন নিহত হয়েছেন।  

তিনি জানান, নিহতদের পরিবারকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়ার জন্য স্ব স্ব জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এছাড়া পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় চারটি গ্রাম এবং কলাপাড়া উপজেলায় পাঁচটি গ্রাম বাঁধ ভেঙে ক্ষ‌তিগ্রস্ত হয়েছে। ব‌রিশালের উ‌জিরপুর উপজেলার সাতলা বাগদা বে‌রিবাঁধের ১৫ মিটার ক্ষ‌তিগ্রস্ত হওয়ায় তা মেরামত করা হয়।

এদিকে শুক্রবার রাত আড়াইটায় ৭৬ কিলোমিটার বেগে ব‌রিশালসহ উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। দুপুর ১২টা পর্যন্ত ৮২ দশ‌মিক ৮ মি‌লি‌মিটার বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে স্বাভাবিকের চেয়ে  নদীতে পানি বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।