রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যার আগে সৈয়দপুরে বিচালী হাটি রোডে অবস্থিত সোনালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিতে এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার দিকে ডাকাতদের একটি দল পিস্তল-চাকু নিয়ে অফিসে ঢুকে সবাইকে বেঁধে ফেলে এবং বলে আওয়াজ করলেই মাথার খুলি উড়িয়ে দেবে।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আসলে সত্য কিনা তা তদন্ত করতে হবে। সবকিছু শুনে এটি একটি পাতানো ঘটনা বলে মনে হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
আরএ