ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে দুর্ধর্ষ ডাকাতি, ১৫ লাখ টাকা লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০০, এপ্রিল ২৯, ২০১৯
সৈয়দপুরে দুর্ধর্ষ ডাকাতি, ১৫ লাখ টাকা লুট

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের ব্যস্ততম সড়কের একটি অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পিস্তল- চাকু ঠেকিয়ে প্রায় ১৫ লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি করেচে ওই অফিসের লোকজন।

রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যার আগে সৈয়দপুরে বিচালী হাটি রোডে অবস্থিত সোনালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিতে এ ডাকাতির ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার দিকে ডাকাতদের একটি দল পিস্তল-চাকু নিয়ে অফিসে ঢুকে সবাইকে বেঁধে ফেলে এবং বলে আওয়াজ করলেই মাথার খুলি উড়িয়ে দেবে।

এসময় তারা ক্যাশ থেকে ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আসলে সত্য কিনা তা তদন্ত করতে হবে। সবকিছু শুনে এটি একটি পাতানো ঘটনা বলে মনে হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ