ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কিশোরী ধর্ষণ মামলায় পল্লী চিকিৎসক কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৬, এপ্রিল ২৯, ২০১৯
কিশোরী ধর্ষণ মামলায় পল্লী চিকিৎসক কারাগারে

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে কিশোরীকে চিকিৎসার সময় ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় বিজয় কৃষ্ণ তালুকদার নামে এক পল্লী চিকিৎসককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম ওই আসামিকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

গত ২৩ এপ্রিল ধর্ষণের ঘটনাটির পর শনিবার (২৭ এপ্রিল) কিশোরীর বাবা দক্ষিণখান থানায় মামলা করেন।

এর পরিপ্রেক্ষিতে পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ তালুকদারকে গ্রেফতার করে পুলিশ।

বিজয় বরগুনা জেলার বামনা থানার চালিতা বুনিয়া গ্রামের জোগেন্দচন্দ্র তালুকদারের ছেলে। কিশোরীটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ছে।

মামলার অভিযোগে জানা যায়, গত ২১ এপ্রিল বাদী মেয়ের চোখের আঘাতের সমস্য নিয়ে দরিদ্র পরিবার সেবা সংস্থা ক্লিনিকে পল্লী চিকিৎসক বিজয়ের দ্বারস্থ হন। সেদিন চিকিৎসার পরও সমস্যা ঠিক না হওয়ায় গত ২৩ এপ্রিল দুপুর আড়ায়টায় আবার মেয়েকে নিয়ে গেলে বিজয় পরীক্ষা-নিরীক্ষা করেন এবং কিশোরীটিকে স্যালাইন দেন। এরপর তার বাবাকে (বাদী) একটি ইনজেকশন আনার জন্য পাঠান।

কিশোরীটির বাবা অনেক খোঁজাখুঁজির পরও তা না পেয়ে সাড়ে ৩টার দিকে ফেরত আসেন এবং বেলা ৪টার দিকে স্যালাইন শেষ হলে মেয়েকে নিয়ে বাসায় চলে যান। বাসায় যাওয়ার পর ওই কিশোরী আরও অসুস্থ হয়ে পড়লে তাকে জিজ্ঞাসা করেন স্বজনরা। তখন সে জানায়, স্যালাইন দেওয়ার সময় বাবা ইনজেকশন আনতে গেলে আড়াইটার দিকে পল্লী চিকিৎসক তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এমএআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ