গ্রেফতাররা হলেন- আব্দুর রহমান (১৯), শফিকুল ইসলাম (৩৫), হাবিবুর রহমান হবি (৪০), আমির আমজা (১৬)। তারা সবাই ফুলবাড়িয়া উপজেলার সুরেরপাড় গ্রামের বাসিন্দা।
রোববার (২৮ এপ্রিল) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুরেরপাড় গ্রামের সোহানের সঙ্গে একই গ্রামের এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। গত ৮ মার্চ রাতে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান ওই মেয়ের চাচাতো ভাই আব্দুর রহমান। এসময় সে সোহানকে আটক করে তার বাবা ও চাচাতো ভাই হামজাকে নিয়ে আসে। পরে রাতেই তারা সোহানকে হামজার বাড়ির বারান্দায় নিয়ে মারধর ও মুখ চেপে ধরে হত্যা করে। এরপরে ৪ থেকে ৫ জন মিলে তার মরদেহ বাড়ির পাশে ধানক্ষেতে ফেলে আসে। পরে তার মরদেহ উদ্ধার করে ফুলবাড়িয়া থানা পুলিশ। এ ঘটনায় সোহানের বাবা অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত ২৫ এপ্রিল ডিবি থেকে এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেনকে নিয়োগ দেওয়া হয়। এরপর শনিবার (২৭ এপ্রিল) এসআই আকরাম হোসেন নেতৃত্বে ফুলবাড়িয়া থানা এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এমএএএম/ওএইচ/