ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাহুবলে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১২, এপ্রিল ২৯, ২০১৯
বাহুবলে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে ভেজাল খাদ্যপণ্য। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: ভেজাল খাদ্যপণ্য বিক্রির দায়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার মীরপুর এলাকায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ এপ্রিল) বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান ও  হবিগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথির যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভেজাল দই ও পচা-বাসি খাবার রাখার অপরাধে উপজেলার মীরপুর এলাকায় মহাসড়কের পাশে আল বারাকা রেস্টুরেন্টকে পাঁচ হাজার, পচা সবজি ও মাছ রাখার দায়ে আরামবাগ রেস্টুরেন্টকে ২০ হাজার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য গাউছিয়া বেকারিকে ৫০ হাজার, জিসান বাংলা বেকারিকে ২০ হাজার, একই অপরাধে মিরপুর আইসক্রিম ফ্যাক্টরিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, যৌথ অভিযানে জব্দ পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য নষ্ট করা হয়েছে। পবিত্র রমজান মাসকে সামনে রেখে এ ধরনের অভিযান আরও চালানো হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ