ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পুঠিয়ায় ৯৬ কেজি গাঁজাসহ তিন বিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৬, এপ্রিল ২৮, ২০১৯
পুঠিয়ায় ৯৬ কেজি গাঁজাসহ তিন বিক্রেতা আটক র‌্যাবের হাতে আটক মাদকবিক্রেতারা, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া থেকে ৯৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আটকরা হলেন-চট্টগ্রামের বাকুলিয়া থানার চাকতাই ভাঙাপোল গ্রামের আবুল হোসেনের ছেলে মো. মিরাজ (৩৩), কুমিল্লার মুরাদনগর থানার সোনাকান্দা গ্রামের মৃত বাবুলের ছেলে মো. সোহেল (৩০) ও নওগাঁর মান্দা থানার কুসুমবাগ গ্রামের মো. মুনসুরের ছেলে মিঠু আলী (২৩)।

রোববার (২৮ এপ্রিল) বিকেলে র‌্যাব-৫ এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৭ এপ্রিল) দিনগত রাত পৌনে ১টার দিকে পুঠিয়া উপজেলা সদরে অভিযান চালিয়ে তাদের আটক করে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাবের একটি দল।

জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুরে তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ