রোববার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য আহসানুল হক টিটুর এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা জানান অর্থমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
সম্পূরক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশের পুঁজিবাজার অত্যন্ত শক্তিশালী। পুঁজিবাজার নিয়ন্ত্রণে নেই, তবে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেই বলবো না। নিয়ন্ত্রণে না থাকলে অর্থনৈতিক উন্নয়ন হতো না। আমাদের অর্থনৈতিক উন্নয়ন বিশ্বে প্রশংসিত হচ্ছে।
তিনি বলেন, পুঁজিবাজারের কিছু সমস্যা আমরা চিহ্নিত করেছি। এই সমস্যাগুলো সমাধানে ব্যবস্থা নেবো। এ নিয়ে আমরা সভা করেছি, আরও সভা করবো। অন্য ৮/১০টি দেশের পুঁজিবাজার যেভাবে চলে সেভাবে আমাদের দেশের পুঁজিবাজারও চলার ব্যবস্থা করবো। সঙ্গত কারণে পুঁজিবাজারের জন্য বাজেটে প্রণোদনা থাকবে। তবে কত থাকবে সেটা এখন বলতে পারছি না। পুঁজিবাজারকে শক্তিশালীভাবে চালানোর জন্য যা কিছু করার দরকার আমরা করবো।
বিরোধী দল জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমানের এক সম্পূরক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের ১০০ মিলিয়ন ডলার চুরি হয়েছে। এর মধ্যে ৩০ মিলিয়ন ডলারের মতো আমরা ফেরত পেয়েছি। এ বিষয়ে আমরা একটি মামলা করেছি। যেহেতু মামলা হয়েছে এবং মামলা চলমান তাই সংসদে এখন এ বিষয়ে আমার কথা বলা ঠিক হবে না।
** মোবাইল কোম্পানিগুলোর কাছে সরকারের পাওনা ১৫ হাজার কোটি
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এসকে/এমইউএম/জেডএস