রোববার (২৮ এপ্রিল) বিকেলে তাকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে হাজির করা হয়।
পিবিআইয়ের চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল পুলিশ সুপার মো. ইকবাল আদালতে হাজির করার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিরাজ উদদৌলা আদালতে আছেন বলে জানিয়েছে পিবিআই সূত্র। তবে আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন, নাকি রিমান্ড চাওয়া হবে তা নিশ্চিত হওয়া যায়নি।
মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানীর মামলায় গত ২৭ মার্চ সিরাজ উদদৌলাকে গ্রেফতার করে পুলিশ।
৯ এপ্রিল নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমানের দায়ের করা মামলায় ১ নম্বর আসামি করা হয় সিরাজ উদদৌলাকে। ১০ এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিনের আদালত তাকে ৭ দিনের রিমান্ড দেন।
এ ঘটনায় এখন পর্যন্ত এজহারের ৮ জনসহ মোট ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ জন ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এসএইচডি/জেডএস