ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নুসরাত হত্যা: সিরাজ উদদৌলাকে আদালতে হাজির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩১, এপ্রিল ২৮, ২০১৯
নুসরাত হত্যা: সিরাজ উদদৌলাকে আদালতে হাজির নুসরাত রাফি হত্যা মামলার প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা

ফেনী: ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ছাত্রী নুসরাত রাফি হত্যা মামলার প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে আদালতে হাজির করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (২৮ এপ্রিল) বিকেলে তাকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে হাজির করা হয়।

পিবিআইয়ের চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল পুলিশ সুপার মো. ইকবাল আদালতে হাজির করার বিষয়টি নিশ্চিত করেন।

 

এদিকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিরাজ উদদৌলা আদালতে আছেন বলে জানিয়েছে পিবিআই সূত্র। তবে আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন, নাকি রিমান্ড চাওয়া হবে তা নিশ্চিত হওয়া যায়নি।  

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানীর মামলায় গত ২৭ মার্চ সিরাজ উদদৌলাকে গ্রেফতার করে পুলিশ।

৯ এপ্রিল নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমানের দায়ের করা মামলায় ১ নম্বর আসামি করা হয় সিরাজ উদদৌলাকে। ১০ এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিনের আদালত তাকে ৭ দিনের রিমান্ড দেন।  

এ ঘটনায় এখন পর্যন্ত এজহারের ৮ জনসহ মোট ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ জন ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এসএইচডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ