নিহত মাফিম স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো। তার বাবা নাম কাজল সরকার মামুন।
রোববার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে মাজার রোডে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বাংলানিউজকে জানান, মাজার রোডে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে বাই-সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক মাফিমের সাইকেলটি ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনার পরপরই পুলিশ ট্রাক চালকে আটক ও ট্রাকটি জব্দ করেছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এজেডএস/ওএইচ/