ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে দুদকের অভিযান: রাজস্ব আত্মসাতের প্রমাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৭, এপ্রিল ২৮, ২০১৯
দিনাজপুরে দুদকের অভিযান: রাজস্ব আত্মসাতের প্রমাণ দিনাজপুরে দুদকের অভিযান

দিনাজপুর: দিনাজপুর কর অঞ্চলের কার্যালয় ও সোনালী ব্যাংক করপোরেট শাখায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। অভিযানের সময় বিভিন্ন খাতে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছে।

রোববার (২৮ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর উপ-কর কমিশনারের কার্যালয় ও সোনালী ব্যাংকে দুদক এ অভিযান পরিচালনা করে।  

দুদকের পক্ষে নেতৃত্ব দেন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান।


 
তিনি বাংলানিউজকে বলেন, কর কমিশনারের কার্যালয়ে অভিযানের সময় ব্যাপক অনিয়মের সত্যতা পেয়েছি। সহকারী কর কমিশনার নাজনীন আক্তার নিপার কাছ থেকে বিভিন্ন কাগজপত্র আমরা সংগ্রহ করেছি।

তিনি আরও বলেন, কর অফিসের আদায়করা ১০ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। সরকারি রাজস্ব খাতে জমার কথা থাকলেও ১০ লাখ টাকা অন্য অ্যাকাউন্টে জমা করা হয়েছে। এছাড়া সোনালী ব্যাংকে অভিযানের সময়ও বিভিন্ন ধরনের অনিয়মের সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ