রোববার (২৮ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর উপ-কর কমিশনারের কার্যালয় ও সোনালী ব্যাংকে দুদক এ অভিযান পরিচালনা করে।
দুদকের পক্ষে নেতৃত্ব দেন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান।
তিনি বাংলানিউজকে বলেন, কর কমিশনারের কার্যালয়ে অভিযানের সময় ব্যাপক অনিয়মের সত্যতা পেয়েছি। সহকারী কর কমিশনার নাজনীন আক্তার নিপার কাছ থেকে বিভিন্ন কাগজপত্র আমরা সংগ্রহ করেছি।
তিনি আরও বলেন, কর অফিসের আদায়করা ১০ লাখ টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। সরকারি রাজস্ব খাতে জমার কথা থাকলেও ১০ লাখ টাকা অন্য অ্যাকাউন্টে জমা করা হয়েছে। এছাড়া সোনালী ব্যাংকে অভিযানের সময়ও বিভিন্ন ধরনের অনিয়মের সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এসএইচ