ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আগামী মাসেই নুসরাত হত্যা মামলার চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, এপ্রিল ২৮, ২০১৯
আগামী মাসেই নুসরাত হত্যা মামলার চার্জশিট

ঢাকা: ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ১৬ জনকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসের মধ্যেই মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপমহাপরিদর্শক (ডিআইজি) বনজ কুমার মজুমদার।

রোববার (২৮ এপ্রিল) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বনজ কুমার মজুমদার বলেন, ফেনীর সোনাগাজী ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে আমরা পুনরায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছি।

শনিবার (২৭ এপ্রিল) থেকে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার দেওয়া তথ্যকে আমরা গুরুত্ব দেবো। এছাড়া নুসরাত হত্যাকাণ্ডের মামলায় বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। এজন্য অনেক তথ্য নিয়ে মামলাটি রেকর্ড করতে আমাদের সময় লাগছে।
 
তিনি বলেন, এ ঘটনায় সুনির্দিষ্টভাবে ১৬ জনকে শনাক্ত করা হয়েছে। যদি এর মধ্যে আর কোনো ঘটনা না ঘটে তাহলে আগামী মে মাসের মধ্যে আমরা আদালতে চার্জশিট জমা দেবে।

এর আগে গত ২৭ মার্চ ফেনীর সোনাগাজী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে গ্রেফতার করে পুলিশ।

পরে গত ৬ এপ্রিল ওই মাদ্রাসার ছাদে নিয়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার সহযোগীরা তার শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত। এ ঘটনায় তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলা পিবিআইয়ে হস্তান্তরের পর এখন পর্যন্ত মামলার এজাহারভুক্ত আট আসামিসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে হত্যার দায় স্বীকার করে আসামি নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, উম্মে সুলতানা পপি, কামরুন নাহার মনি, জাবেদ হোসেন, আব্দুর রহিম ওরফে শরীফ, হাফেজ আবদুল কাদের ও জোবায়ের আহমেদ ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ