রোববার (২৮ এপ্রিল) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
বনজ কুমার মজুমদার বলেন, ফেনীর সোনাগাজী ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে আমরা পুনরায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছি।
তিনি বলেন, এ ঘটনায় সুনির্দিষ্টভাবে ১৬ জনকে শনাক্ত করা হয়েছে। যদি এর মধ্যে আর কোনো ঘটনা না ঘটে তাহলে আগামী মে মাসের মধ্যে আমরা আদালতে চার্জশিট জমা দেবে।
এর আগে গত ২৭ মার্চ ফেনীর সোনাগাজী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাকে গ্রেফতার করে পুলিশ।
পরে গত ৬ এপ্রিল ওই মাদ্রাসার ছাদে নিয়ে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার সহযোগীরা তার শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত। এ ঘটনায় তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলা পিবিআইয়ে হস্তান্তরের পর এখন পর্যন্ত মামলার এজাহারভুক্ত আট আসামিসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে হত্যার দায় স্বীকার করে আসামি নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, উম্মে সুলতানা পপি, কামরুন নাহার মনি, জাবেদ হোসেন, আব্দুর রহিম ওরফে শরীফ, হাফেজ আবদুল কাদের ও জোবায়ের আহমেদ ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
পিএম/আরআইএস/