ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ২ শিক্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, এপ্রিল ২৮, ২০১৯
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ২ শিক্ষক গ্রেফতার সুলতানুল আরেফিন সোহেল ও চান্দু মুন্সি

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ কাজলঢোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দুই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২৮ এপ্রিল) দুপুরে সদর থানায় সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ বিষয়ে জানানো হয়।

গ্রেফতার দুই শিক্ষক হলেন- ওই বিদ্যালয়ের প্র্রধান শিক্ষক জেলা সদরের নারায়ণপুর গ্রামের বাসিন্দা সুলতানুল আরেফিন সোহেল (৪৪) ও বিদ্যালয়টির কোচিং শিক্ষক সদরের চকগয়েশপুর গ্রামের বাসিন্দা চান্দু মুন্সি (৫০)।

 

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা দিতে যায় পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী। দুপুরে দিকে কোচিং শিক্ষক চান্দু মুন্সি অসৎ উদ্দেশে পরীক্ষার হলে প্রবেশ করেন। এসময় প্রধান শিক্ষক তাকে বাধা দেননি। একপর্যায়ে সুযোগ বুঝে ওই শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন চান্দু মুন্সি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বাংলানিউজকে জানান, এ ঘটনায় শনিবার (২৭ এপ্রিল) রাতে শিক্ষার্থীর বাবা ওই দুই শিক্ষকের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ