ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে পৃথক বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, এপ্রিল ২৮, ২০১৯
হবিগঞ্জে পৃথক বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ৩

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলায় বজ্রপাতে শিশুসহ ২ জন নিহত ও ৩ ভাই আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলায় এই হতাহতের ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার পইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের কেরামত আলী ওরফে ডেঙ্গু মিয়া (৬৫) ও বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের মনফর আলীর মেয়ে সালমা আক্তার (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সদর উপজেলার নাজিরপুর মাঠে ধান তুলতে যান ডেঙ্গু মিয়া। সঙ্গে ছিলেন তার তিন ছেলে করম আলী (৩৮), তুরাব আলী (৩৭) ও কিতাব আলী (৩২)। কর্মরত অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে আহত হন তারা। ৪ জনকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত  চিকিৎসক ডেঙ্গু মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত ৩ ছেলেকে সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অপরদিকে একই সময় বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে ধানের খলায় খেলা করছিল শিশু সালমা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে আহত হয়। তাকেও সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহতদের পরিবারকে সরকারিভাবে সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯/আপডেট: ১৬৫২ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ