রোববার (২৮ এপ্রিল) সকালে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া ব্যাপরীটারী গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুস সালাম ওই গ্রামের আছর উদ্দিনের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পাশে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান আব্দুস সালাম। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কমপ্লক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল ওয়ালিদ মাসুম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এফইএস/ওএইচ/