ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

উল্লাপাড়ায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৪, এপ্রিল ২৮, ২০১৯
উল্লাপাড়ায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সিরাজুল (২৫) নামে এক বখাটে যুবকের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এ রায় দেন। সিরাজুল উপজেলার দাঁতপুর এলাকার আসমত আলীর ছেলে।

আদালতের পেশকার রিপন কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান,  পৌরসভা শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন বখাটে সিরাজুল। এসময় তাকে হাতেনাতে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।