রোববার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম শহিদুল আলম ফারুক।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্মাণ সেক্টরের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তারা অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের নিয়োগপত্র, কাজের নিশ্চয়তা, কর্মঘণ্টা, ছুটি, বোনাস, পেনশন ভাতা, জীবন বীমা প্রণয়নের দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- ইনসাফের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ওসমান গণি, কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ফয়েজ, গার্মেন্টস ফেডারেশনের সভাপতি লাভলী ইয়াসমিন, নুরল হক, তাসলিমা বেগম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এমএইচ/আরবি