ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বিএসবিডব্লিউডব্লিউএফ কর্মীদের বিভিন্ন দাবিতে মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, এপ্রিল ২৮, ২০১৯
বিএসবিডব্লিউডব্লিউএফ কর্মীদের বিভিন্ন দাবিতে মানববন্ধন

ঢাকা: বাংলাদেশ সংযুক্ত নির্মাণ ও কাঠ শিল্প শ্রমিক ফেডারেশনের (বিএসবিডব্লিউডব্লিউএফ) শ্রমিকরা বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন। 

রোববার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম শহিদুল আলম ফারুক।  

মানববন্ধনে বক্তারা বলেন, নির্মাণ সেক্টরের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তাই এ সেক্টরে হতাহতের পরিমাণ বেশি। ত্রুটিপূর্ণ শ্রম আইন এবং যতোটুকু আছে তার সঠিক বাস্তবায়ন না থাকায় এ শ্রমিকরা ক্ষতিপূরণ পায় না।  

তারা অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের নিয়োগপত্র, কাজের নিশ্চয়তা, কর্মঘণ্টা, ছুটি, বোনাস, পেনশন ভাতা, জীবন বীমা প্রণয়নের দাবি জানান।  

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- ইনসাফের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ওসমান গণি, কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ফয়েজ, গার্মেন্টস ফেডারেশনের সভাপতি লাভলী ইয়াসমিন, নুরল হক, তাসলিমা বেগম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।