ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মাদ্রাসা পরিচালনা কমিটিতে অযোগ্যদের ঠাঁই হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, এপ্রিল ২৮, ২০১৯
মাদ্রাসা পরিচালনা কমিটিতে অযোগ্যদের ঠাঁই হবে না সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম ছায়েফ উল্যা। ছবি: বাংলানিউজ

ফেনী: মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম ছায়েফ উল্যা বলেছেন, সারাদেশের মাদ্রাসা পরিচালনা কমিটিতে যে নৈরাজ্য চলছে তা দূর করার এখনই মোক্ষম সময়। মাদ্রারাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সেটি আরও সুস্পষ্ট হলো। ভবিষ্যতে মাদ্রাসা পরিচালনা কমিটিতে কোনো অযোগ্য লোকের ঠাঁই হবে না।

রোববার (২৮ এপ্রিল) সকালে ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান ছায়েফ উল্যা বলেন, ইতোমধ্যে সারাদেশে পাঁচ সদস্য বিশিষ্ট যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের কাজ শুরু করেছি।

সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদ্দৌলার মতো চরিত্রের শিক্ষকদের ব্যাপারেও আমরা খোঁজ খবর নিচ্ছি। ভবিষ্যতে কোনো শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী নিপীড়নের প্রমাণ পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী সলিমুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমিন, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হোসাইন ও পরীক্ষা কেন্দ্রের সচিব নূরুল আফছার ফারুকী।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।