রোববার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের কুমাজপুর এলাকায় তন্ময় ব্রিকসের পাশের একটি পুকুর থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গোলাম মোস্তফা একই থানার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের শামছুল হকের ছেলে।
নিহতের ভাই শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, দুইদিন ধরে গোলাম মোস্তফা নিখোঁজ ছিলেন। অনেক সন্ধান করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালে তন্ময় ব্রিকসের পাশের একটি পুকুরে গোলাম মোস্তফার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুল্লাহ বাংলানিউজকে জানান, গোলাম মোস্তফার মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এনটি