রোববার (২৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে শহরের পিটিআই এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদল মিয়া সদর উপজেলার রামপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, ছাগল বিক্রির উদ্দেশে বাদল মিয়া তার শ্যালক নুর আলমকে সঙ্গে নিয়ে নিজের অটোভ্যানে করে শহরের বাইপাস সড়ক হয়ে তেবাড়িয়া হাটে যাচ্ছিলেন। তারা পিটিআই মোড়ে পৌঁছালে রংপুরগামী প্যারাডাইস পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে চাপা দেয়। এতে বাদল ও নুর আলম আহত হন। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাদল মিয়াকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে নুর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ( রামেক) পাঠানো হয়।
ঘাতক বাসটি আটক করা হলেও চালককে আটক করা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এনটি